রবিবারের সকাল । উত্তর কলকাতার (North Kolkata) ব্যস্ত রাস্তা । সেই রাস্তার ধার দিয়ে হেঁটে চলেছেন বাবা-মেয়ে । বাবার হাত আঁকড়ে ধরে রয়েছে মেয়েটি । একনাগাড়ে কী যেন বলেই চলেছে । কখনও আবার বাবার কাছে বায়না করছে । নিচু স্বরে মেয়েকে বোঝাচ্ছেন বাবা । তাঁদের কথাবার্তায় বোঝা যাচ্ছে, তাঁরা গ্রাম থেকে এসেছেন কলকাতা ঘুরতে । কিন্তু, হঠাৎ-ই তাঁদের দেখে ছুটে আসে পথচলতি মানুষগুলো । ভিড় জমতে শুরু করে । বাবা-মেয়ে দুজনেই যে তাঁদের খুব চেনা ।
আপনারাও নিশ্চই এতক্ষণে বুঝে গিয়েছেন, এই বাবা-মেয়ে আসলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) । বাস্তবে নয়, সিনেমার বাবা-মেয়ে । সবটাই আগামী ছবি 'আয় খুকু আয়' (Aye Khuku Aye promotion)- এর প্রমোশনের জন্য । সকাল সকাল হাতিবাগানের রাস্তায় হাঁটলেন ঢিলেঢালা সাদা শার্ট, বাদামি প্যান্ট, চোখে চশমা পরা নির্মল মণ্ডল । আর সঙ্গে তার মিষ্টি মেয়ে বুড়ি । মেয়ের বায়না মেটাতে তাঁরা সানগ্লাসের দোকানে গেলেন । গোটা তিনেক দেখে, দরদাম করে দিতিপ্রিয়াকে সানগ্লাস কিনে দিলেন । তারপর দুজনে হাত ধরে ফের কলকাতা ঘুরতে বেরিয়ে পড়লেন ।
প্রসেনজিতের ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয়েছিল । সেখানেই দু’জনকে এমন কাণ্ডকারখানার সাক্ষ্মী থাকল অসংখ্য অনুরাগীও । শৌভিক কুণ্ডুর পরিচালনায় এই ছবি মুক্তি পাচ্ছে ১৭ জুন । দিতিপ্রিয়ার মায়ের ভূমিকায় থাকছেন রফিয়াত রশিদ মিথিলা । এ ছাড়াও ছবিতে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ ও আরও অনেকে ।