১৩ বছর ধরে প্রেম করছেন, এক ছাদের তলায় থাকছেন ও ৪ বছর হতে চলল, তবু বিয়েটা কিছুতেই করছেন না টলিউডের পাওয়ার কাপল অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। তার মধ্যে শনিবারের পোস্টে বিস্ফোরক মন্তব্য করেন অঙ্কুশ। তিনি জানান, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না’, ব্যাস ওমনি নেটপাড়ায় তা নিয়ে শুরু জোর গুঞ্জন। খোদ 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও তাদের নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন। অঙ্কুশকে ফোন করে রীতিমতো শাসন করলেন বিয়ে করা নিয়ে৷
এদিন অঙ্কুশের ভিডিয়োতে এমনই নানা কাণ্ড দেখা গিয়েছে। কিন্তু কথায় আছে না? 'যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পরশি ঘুম নেই?' অঙ্কুশেরও সেই অবস্থাই। সে মনের সুখে তখনও গেম খেলছেন। তবে বুম্বা দার ফোন পেয়ে এই জুটি জানিয়েছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি তাদের ভালোবাসার দিনেই তারা স্পষ্ট করবেন 'বিয়ে কেন হচ্ছে না'।