প্রসেনজিতের (Prosenjit Chatterjee) জীবনে নতুন নায়িকার এন্ট্রি । স্টার জলসার 'ডান্স ডান্স জুনিয়র'(Dance Dance Junior 3)-এ মঞ্চে সেই নতুন নায়িকাকে সামনে আনলেন প্রসেনজিৎ । তার সঙ্গে আবার রোমান্টিক গানে নাচলেন । বললেন, 'চিরদিনই তুমি যে আমার'। ভাবছেন, কে সেই নায়িকা ?
প্রসেনজিতের জীবনে এই নতুন নায়িকা আর কেউ নয়,'ডান্স ডান্স জুনিয়র'-এর অন্যতম প্রতিযোগী ছোট্ট কথাকলি । সম্প্রতি, স্টার জলসার তরফে 'ডান্স ডান্স জুনিয়র'-এর একটি প্রোমো (Dance Dance Junior 3 promo) সামনে আনা হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, হাঁটুর বয়সী কথাকলির সঙ্গে হাঁটু গেড়ে বসেই 'চিরদিনই তুমি যে আমার'গানে নাচ করলেন বুম্বা দা । আর শেষে তিনি বলেলন- ‘আমার কেরিয়ারের সবচেয়ে ছোট হিরোইন’।
আরও পড়ুন, Raj Chakrborty : ষষ্ঠ সিজনের দিকে পা বাড়াল হইচই, নতুন সিজনে ওয়েব সিরিজ পরিচালনায় রাজ চক্রবর্তী ?
আগামী ৩০সে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দেব-প্রসেনজিৎ অভিনীত ‘কাছের মানুষ’। ছবির প্রচারেই 'ডান্স ডান্স জুনিয়র'-এর আগামী পর্বে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে । শো-এর আগমনী স্পেশ্যাল পর্বে সাদা ধুতি-পাঞ্জাবীতে দেখা যাবে বুম্বা দা-কে । দেবের সঙ্গে মিলে মঞ্চে ঢাক বাজাবেন প্রসেনজিৎ । আর সেই ঢাকের তালে নাচবেন তৃণা, দীপান্বিতা, রুক্মিণীরা । আগামী ২৪-২৫ সেপ্টেম্বর সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব ।