প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের (Prosenjit Chatterjee) ছেলে মিশুকের ১৮ তম জন্মদিন বলে কথা । তাই সেলিব্রেশনও হল জমজমাট । মেসি, আর্জেন্টিনা রঙে তিন তলা কেক, 'চিরদিনই তুমি যে আমার' গানে বাবা ও ছেলের যুগলবন্দী, দেব (Dev), অঙ্কুশ (Ankush Hazra), সোহমদের মতো তারকাদের উপস্থিতিতে চাঁদের হাট বসেছিল শহরের একটি পাঁচতারা হোটেলে । গ্র্যান্ড পার্টির (Prosenjit Chatterjee's son birthday) টুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কুশ হাজরা ।
অঙ্কুশ দু'টি ভিডিও শেয়ার করেছেন । একটি ভিডিওতে দেখা যাচ্ছে,আর্জেন্টিনার রং সাদা-নীলের তিন তলা কেকে ছুরি বসাচ্ছে তৃষাণজিৎ । সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় । মা-বাবাকে কেক খাইয়ে প্রণাম করতেও ভুলল না মিশুক । এরপর একে একে দেব, অঙ্কুশ, সোহম, ঐন্দ্রিলাকে কেক খাইয়ে দেয় । এরপরই 'চিরদিনই তুমি যে আমার' গানে বাবা-ছেলে নাচলেন জমিয়ে । অন্য একটি ভিডিওতে অঙ্কুশের সঙ্গে তাঁরই সিনেমার গানে নাচতে দেখা গেল তৃষাণজিৎকে । এই ভিডিও নজরে আসতেই আনন্দে আত্মহারা অনুরাগীরা । সব মিলিয়ে জমজমাট বার্থ ডে সেলিব্রেশন ।
আরও পড়ুন, Jeet Europe: সপরিবারে ইউরোপে উড়ে গিয়েই বছর শুরু জিৎ-এর! স্ত্রী কন্যার সঙ্গে অভিনেতার ছবি দেখেছেন?
গ্র্যান্ড পার্টির আগে বাড়িতেও বাবার সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করে মিশুক । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।