১৭ জুন মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) 'আয় খুকু আয়' (Aye Khuku Aye) । বাংলা ও হিন্দি মিলিয়ে প্রসেনজিতের হাতে এখন বেশ ছবির কিছু কাজ রয়েছে । কয়েকটা ছবির কাজ শেষ । আবার কয়েকটার ক্ষেত্রে কথাবার্তা চলছে । অভিনয় তো চলবেই । তবে এর পাশাপাশি তাঁর আরও একটি ইচ্ছে রয়েছে । ২০২৩ সালের মধ্যেই সেই ইচ্ছে পূরণ করতে চান তিনি ।
কী সেই ইচ্ছে ? ছবি পরিচালনা করতে চান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Wants to Direct Films) । এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগামীর পরিকল্পনা হিসাবে হিন্দি ও বাংলা ছবি, সমানতালে দুটোতেই কাজ করবেন । সেইসঙ্গে তাঁর একটা ইচ্ছে রয়েছে যে, ২০২২ সালের মধ্যে না হলেও, ২০২৩ সালের মধ্যে একটি ছবি পরিচালনা করবেন তিনি ।
আরও পড়ুন, Lionel Messi acting:এবার অভিনয়ে হাতেখড়ি মেসির, ওয়েব সিরিজে নিজের ভূমিকায় দেখা যাবে তাঁকে
'আয় খুকু আয়'সিনেমায় দিতিপ্রিয়ার সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি । তাঁর মতে, 'নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করার ভাষাই বদলে গিয়েছে । এরা চরিত্র নিয়ে ভাবে, বারে বারে রিহার্সাল করে । এমনকি কী করে সেই চরিত্রটাকে আরও বাস্তবসম্মত করে তোলা যায় সেটা নিয়ে ভাবে, আলোচনাও করে ।'প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন,পর্দার বাইরে তাঁর সঙ্গে দিতিপ্রিয়ার সম্পর্কটা অনেকটা বাবা-মেয়ের মতোই ।
প্রসেনজিতের দুটি সিনেমা এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় । পুজোয় মুক্তি পাচ্ছে দেব (Dev) ও প্রসেনজিৎ অভিনীত কাছের মানুষ (Kacher Manush)। অন্যদিকে, ঋদ্ধি সেন (Riddhi Sen) ও প্রসেনজিতের 'ডাক্তার কাকু' ছবিটির কাজও শেষ । তবে মুক্তির দিন এখনও ঘোষণা হয়নি । এছাড়া, হাতে বেশ কয়েকটি বাংলা ও হিন্দি ছবির কাজ রয়েছে ।