এবার থেকে জাতীয়স্তরে পৌঁছে যাবে বাংলা ছবি। এমনই নয়া পদক্ষেপ করল দেশের প্রথম সারির দুই মাল্টিপ্লেক্স সংস্থা পিভিআর (PVR) এবং আইনক্স (Inox)।
টলিপাড়ায় অনেক ছবিই তৈরি হয়। কিন্তু পরিবেশনায় অনেক ত্রুটি থাকে। কোনও ক্ষেত্রে ছোট ব্যনারের ছবি মাল্টিপ্লেক্স পায় না। আর সেই কারণেই এই পদক্ষেপ। আর এই উদ্যোগ শুরু হচ্ছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'।
আরও পড়ুন - ছুটির দিনে বিয়ে নিয়ে পোস্ট, অনুরাগীদের কী বার্তা দিলেন মিমি?
এই বিষয়ে পিভিআর আইনক্স পিকচার্সের সিইও কমল জ্ঞানচন্দানি জানিয়েছেন, 'বাংলা ছবির পরিবেশনার মাধ্যমে আমরাও উপকৃত হব। কারণ বাংলা ছবি দেশের চলচ্চিত্র জগতে এক বিশেষ জায়গায় রয়েছে।'