পাশাপাশি বসে রয়েছেন রাহুল ও প্রিয়াঙ্কা । তাঁদের মাঝে ছোট্ট ছেলে সহজ । এমনই একটা ছবি শেয়ার করে রাহুল লিখলেন 'নতুন শুরু' । এই দুটি শব্দই অনুরাগীদের মধ্যে হাজারো প্রশ্ন তুলে দিল । তাহলে কি সব মনোমালিন্য ভুলে ছেলে সহজকে নিয়ে ফের নতুন করে জীবন শুরু করছেন রাহুল-প্রিয়াঙ্কা ? নাকি এই ছবিতে রয়েছে অন্য কিছুর ইঙ্গিত ?
না, বিষয়টি একেবারেই তা নয় । আসলে, এই ছবি রাহুলের আগামী ছবির ইঙ্গিত । ছবিতে এই প্রথম পরিচালকের আসনে রাহুল । ছেলে সহজকে নিয়েই নতুন শুরু করছেন । কারণ, বাবার পরিচালনায় প্রথমবার ক্যামেরার সামনে আসবে সহজ । ছবির নাম ‘কলকাতা ৯৬’। সেই ছবির চিত্রনাট্য ছেলের হাতে তুলে দিয়েছেন রাহুল । রাহুলের পোস্ট করা ছবিতে তারও ঝলক পাওয়া যাবে ।
একই ছবি ফেসবুকে পোস্ট করে রাণা সরকার লিখেছেন, 'কলকাতা ৯৬ - চিরদিনই তুমি যে আমার'। আসলে রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’-এর সঙ্গেই শুরু হয়েছিল রাহুল-প্রিয়াঙ্কার প্রেমের সফর । বিয়েটাও চটজলদি সেরে ফেলেন । এরপর সহজের জন্ম । কিন্তু, টেকেনি সেই বিয়ে, আলাদা হয়েছেন তাঁরা । তবে এখনও তাঁরা বন্ধু । বিচ্ছেদের পথে হাঁটলেও তাঁদের মধ্যে একটা ‘সহজ’ সমীকরণ রয়েছে ।
জানা গিয়েছে, গোটা ছবিতে দেখানো হবে তিনটি দিনের গল্প । ১৯৯৬ সালে ২২ জুন সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসে সেঞ্চুরি করেছিলেন । সেই ঘটনা ফুটিয়ে তোলা হবে নতুন এই ছবিতে । রাহুল এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুব ছোট চরিত্র কিন্তু মজার চরিত্রে বেছে নেওয়া হয়েছে সহজকে । রাহুল চান, সহজের অভিনয়ের শুরুটা তাঁর হাত ধরেই হোক ।