সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০তম জন্মদিনে (Sourav Ganguly's 50th Birthday), দাদাকে বিশেষ উপহার দিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রযোজক রাণা সরকার । শুক্রবার, ৮ জুলাই দাদার জন্মদিনেই সামনে আনলেন তাঁদের নতুন ছবি ‘কলকাতা ৯৬’-এর লোগো ('Kolkata 96' Logo)। কিছুদিন আগেই ছেলে সহজকে নিয়ে এই সিনেমার ঘোষণা করেছিলেন রাহুল (Rahul Banerjee) । ছবির পরিচালক তিনিই । প্রথম বাবার পরিচালনায় অভিনয়ে হাতেখড়ি হচ্ছে সহজের । কিন্তু, এই সিনেমার সঙ্গে দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক কী ?
২২ জুন, ১৯৯৬ । লর্ডসে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly in lords) । দাদার অভিষেক টেস্টেই সেঞ্চুরি আজও সবার মনে আছে । পরবর্তীতে লর্ডসের ব্যালকনিতে ম্যাচ জেতার পর দাদার শার্ট খুলে ঘোরানোর ছবি তো ইতিহাস! প্রযোজকের কথায়, লর্ডসে দাদার সেঞ্চুরির পর উন্মাদনার যেন বাঁধ ভেঙে ছিল। সেইসময় শহর কলকাতা তিন দিন ধরে দাদার সেই সেঞ্চুরি উদ্যাপন করেছিল । তাঁর দাবি, বাঙালিকে বিশ্বের দরবারে নতুন করে পৌঁছে দিয়েছিলেন সৌরভ । সেই সময়ের কলকাতার আবেগ, উন্মাদনাকেই সিনেমায় দেখানো হবে । তাই,সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেই সিনেমার লোগো প্রকাশ্যে আনেন তাঁরা ।
রাহুলের ছবিতে জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, লামা হালদারকে । শুটিং শুরু হয়ে গিয়েছে ।