২০২৩ সালটা শেষ, আবার বছরের শেষ দিনে স্ত্রী প্রিয়াঙ্কার জন্মদিন। এই বছরটা অভিনেত্রী রাহুল বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের কাছে অন্যরকম। বিচ্ছেদ পর্ব মিটিয়ে ফের এই বছর থেকেই এক ছাদের তলায় থাকতে শুরু করেছেন রাহুল প্রিয়াঙ্কা। মিটিয়ে নিয়েছেন ভুল বোঝাবুঝি। ছেলে সহজের জন্যই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন আবার একসঙ্গে থাকবেন। বৌয়ের জন্মদিনে একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল। লিখেছেন “তোমায় ভালবাসি। শুভ জন্মদিন।”
Yash-Nusrat: বছর শেষে কালোতেই দিন আলো যশ-নুসরতের! উদযাপনের জন্য তৈরি টলিপাড়ার লাভ বার্ড
উল্লেখ্য , প্রথমে একসঙ্গে দারুণ হিট ছবি, তারপর প্রেম, বিয়ে। সন্তান জন্মানোর বছর কয়েকের মধ্যেই বিচ্ছেদ। ছয় বছর পর আবার এক ছাদের তলায় থাকছেন টলিপাড়ার তারকা দম্পতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। এইবারটা শুরু থেকেই আরও বেঁধে বেঁধে থাকছেন জুটিতে।