একদিকে মুণ্ডমালা, খোলা চুল , রুদ্র রূপ আর ঠিক আরেকদিকে বোরখা, ক্ষতবিক্ষত মুখ রাইমার। মুনমুন কন্যার এই নতুন পোস্টার এখন নেটপাড়ায় তুমুল আলোচিত।
পোস্টারের নিচে লেখা ‘মা কালী’ , কবে আসছে ছবি? কী নিয়ে ছবি সেবিষয়ে যদিও এখনও মুখ খুলতে চাননি অভিনেত্রী। বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া একটি গল্পই ফুটে উঠবে রাইমার আসন্ন ছবিতে।
Tmc Brigade: শুধু ডিম-ভাত নয় আরও কিছু, বিগেডের আগে তৃণমূল কর্মীদের পাতে পড়বে কী কী পদ?
পরিচালক বিজয় এলাকান্তির এই ছবিতে, দেখানো হবে দেশভাগের যন্ত্রণা এবং নারীদের অবস্থা। তবে , এক্ষেত্রে ‘মা কালী’ যে রূপক অর্থে ব্যবহৃত তা যদিও স্পষ্ট করেছেন নির্মাতারা। কালী লেখার ফন্টে ‘CAA’ শব্দটি লেখা ক্যালিগ্রাফি করে। এই ছবির পোস্টার ঘিরে উঠেছে বিতর্কের ঝড়।