ছুটির আমেজে রাজ-শুভশ্রী (Raj Chakraborty-Subhashree Ganguly) । কাজের চাপের মধ্যেই একটুখানি সময় বের করে নিয়েছেন । ছোট্ট ইউভানকে (Yuvaan) নিয়েই পৌঁছে গিয়েছেন মরুর দেশে । সঙ্গী পারিবারিক বন্ধু, অভিনেত্রী ফলক রশিদ ও তাঁর স্বামী । ঘোরার ছবিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় । কিন্তু, ঘোরার ছবি পোস্ট করেও ট্রোলড হতে হল তাঁদের ।
সম্প্রতি, অজমেঢ় শরিফে গিয়েছিলেন তাঁরা । সেই ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী । অভিনেত্রী পরেছিলেন সাদা সালোয়ার কামিজ, মাথায় গোলাপি ওড়না । অন্যদিকে, রাজের পরনে সাদা পাঞ্জাবি-পাজামা । মাথায় ফেজ টুপি । ছবিতে দেখা গেল নীল রঙের কুর্তা পরে মায়ের কোলে বসে রয়েছে ইউভান । চোখে-মুখে বিস্ময় আর আনন্দ । ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীদের যেমন ভালবাসা পেয়েছেন, তেমনই পোশাকের জন্য কটাক্ষেরও শিকার হতে হল চক্রবর্তী পরিবারকে । ধর্মনিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুললেন নেটিজানরা । এক নেটিজেন কটাক্ষের সুরে লিখেছেন, 'তোমরা না কি চক্রবর্তী? তোমাদের নাটক আর কিছুতেই শেষ হয় না । আগে নিজের ধর্মকে সম্মান করতে শিখুন ।' যদিও, এই কটাক্ষের জবাব রাজ বা শুভশ্রী কেউই দেননি ।
শনিবার সকালে সপরিবারে, সবান্ধবে যোধপুর পৌঁছেছেন রাজ চক্রবর্তী । বিমানবন্দরে তোলা গ্রুপ ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । সেখানে পৌঁছানোর পর থেকেই বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে নিচ্ছেন শুভশ্রী । বিশেষ করে ছোট্ট ইউভানের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো । কখনও নিজের মনে পিয়ানো বাজাচ্ছে, কখনও আবার মায়ের কোলে বসে বাইরের দৃশ্য উপভোগ করছে । হাতে গোনা কয়েকদিনের ছুটি জমিয়ে উপভোগ করছেন রাজ-শুভশ্রী ।