রথের (Ratha Yatra 2022) দিন সাধারণত সপরিবারে পুরীতেই কাটান পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) । তবে, এবছরটা ব্যতিক্রম । এবার রথে রাজের ঠিকানা সুদূর আমেরিকা (America) । শুভশ্রী (Subhashree Ganguly) ও ছেলে ইউভানকে (Yuvaan) নিয়ে রাজ উড়ে গিয়েছেন মার্কিন মুলুকে । সেখানে বঙ্গ সম্মেলনে (North America Bengali Conference) উপস্থিত থাকার কথা রাজের ।
রথের দিন ইনস্টাগ্রামে এয়ারপোর্টের ভিডিও পোস্ট করেছেন রাজ (Raj's vacation to America) । যেখানে দেখা যাচ্ছে, ট্রলি হাতে এয়ারপোর্টে হেঁটে বেড়াচ্ছে ছোট্ট ইউভান । কখনও আবার ছোটাছুটি করছে । কালো ট্র্যাক শ্যুট-প্যান্ট, চুলে স্পাইক । একেবারে যেন নায়ক । ভিডিও পোস্ট করে রাজ লিখেছেন 'ভ্যাকেশন' । তবে, আমেরিকা থেকে ফিরে এসেই পুরীতে যাওয়ার ইচ্ছে রয়েছে রাজের । ইউভানের মাথার চুল জগন্নাথের পায়ে অর্পণের সংকল্প রয়েছে তাঁর । এক সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন রাজ চক্রবর্তী ।
আরও পড়ুন, Raj-Srijit : রুদ্রর বাড়িতে জমাটি আড্ডায় এক ফ্রেমে বন্দি রাজ-সৃজিত, ধুয়ে মুছে সাফ মনোমালিন্য
১ থেকে ৩ জুলাই লাস ভেগাসে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন । জানা গিয়েছে, সেই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে প্রদর্শনীর মাধ্যমে । সেখানেই উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী ।