শিবপ্রসাদ নন্দিতার পুজোর ছবি রক্তবীজ, পুজোয় চুটিয়ে ব্যবসা করেছে। একেবারে অন্য ধারার এই ছবি বাঙালিদের বেশ মনেও ধরেছে। ২৭ তারিখ প্যান ইন্ডিয়াতেও এই ছবি মুক্তি পেয়েছে। রাজ্যের বাইরেও এই মরসুমে দারুণ ব্যবসা করেছে ‘রক্তবীজ’
ICC ODI World Cup 2023 : শতরানের আগেই থামলেন রোহিত, লখনউয়ে বিশ্বকাপে চাপে ভারত
সিনেবাণিজ্য বিশ্লেষক গিরীশ জোহর এক্স হ্যান্ডেলে, এই ছবির পোস্টার শেয়ার করে জানিয়েছেন। বক্স অফিসে টপ এই বাংলা থ্রিলার। ছবিকে মাস্ট ওয়াচ-ও বলেন তিনি। মাত্র ৮ দিন পেরিয়েই তিন কোটির ক্লাবে ঢুকে পড়েছে ‘রক্তবীজ’। ১২ বছর পর পুজোয় ছবি বানিয়েই ছক্কা হাঁকালেন শিবু নন্দিতার জুটি। পুজোতেই ব্লকব্লাস্টার রক্তবীজ।