এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি । পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি, তৃণমূলের অবস্থান, বিরোধীদের দাবি...এসব তো আলোচনার কেন্দ্রে রয়েছেই । সেইসঙ্গে, বাংলায় বলতে গেলে গোটা দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আরও একটা নাম রয়েছে । অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) । এই অর্পিতার বাড়ি থেকেই কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি । নিন্দার ঝড় বইছে সর্বত্র । অভিনেত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে মিমে । এরই মাঝে, অর্পিতার পাশে দাঁড়ালেন প্রযোজক রাণা সরকার (Rana Sarkar's opinion about Arpita Mukherjee) । এর জন্য নেটিজেনদের রোষানলের মুখেও পড়তে হল তাঁকে ।
সম্প্রতি, রাণা সরকার ফেসবুকে অর্পিতা মুখোপাধ্যায়ের পুরোনো একটি ছবি শেয়ার করেছেন । প্রযোজক জানিয়েছেন, ২০১৪ সালে একটি বেসরকারি চ্যানেলে ‘ব্যোমকেশ বক্সী’ সিরিজের 'কহেন কবি কালিদাস' গল্পে কাজ করার সময়ের ছবি অর্পিতার । এরপরই, লেখায় ধরা পড়ে অর্পিতার প্রতি তাঁর সহানুভূতি । লেখেন, ‘রীতিমত অডিশন দিয়ে কাস্টিং করা হয়েছিল ওকে... ওড়িয়া ছবির প্রতিষ্ঠিত এক অভিনেত্রী, পরিশ্রমী, অভিনয়ে পারদর্শী মেয়েটি...শুধুমাত্র অভিনয় পেশা থেকেই অনেক কিছু পাওয়ার ছিল ওর, কিন্তু হারিয়ে গেলো এই জগৎ থেকে , হয়তো নিয়তির টানে ।’ অর্পিতার বিপথে যাওয়ার কারণ প্রসঙ্গে তাঁর মত, 'এরকম বহু অর্পিতা লুকিয়ে আছে আমাদের মধ্যে, সমাজ এদের আসল প্রতিভা থেকে দূরে সরিয়ে দিয়েছে, শুধু যে টাকা পয়সার লোভ সেটা না কিন্তু আর্থিক ও সামাজিক নিরাপত্তাহীনতা এটার অন্যতম কারণ বলে মনে হয় ।'প্রযোজকের কথায়, 'একজন শিল্পী তাঁকে বাঁচিয়ে রাখা অথবা বিচার করার দায়ভার ইডি/সিবিআই-এর না, আমাদের সমাজের।'
আরও পড়ুন, Lokkhi Chhele Trailer out :'মানুষের বাঁচা মরা তাদের এখনও ভাবায়', প্রকাশ্যে 'লক্ষ্মী ছেলে'-র ট্রেলার
রাণা সরকারের এই পোস্ট ঘিরে তুমুল শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায় । ট্রোলড হন প্রযোজক । তাঁকে আক্রমণ করেন অনেকে । একজন লিখেছেন, ‘এরকম একটা ঠকবাজ কুরুচিকর মহিলাকে ডিফেন্ড করছেন কেন?’ কেউ আবার লিখেছেন, ‘জেল থেকে বের হলে রিয়ার সাথে একেও নায়িকা করে সিনেমা বানান।'
প্রসঙ্গত, কয়েকদিন আগে সুশান্ত সিং রাজপুত মামলায় অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে নিয়েও পোস্ট করেছিলেন রাণা সরকার । তা নিয়ে বিতর্ক কম হয়নি ।