২০২৩ বছরটা জুড়ে রণবীর কাপুর, আলিয়া ভাটের জীবনে ঘটে গিয়েছে অনেক কিছুই। ছোট্ট রাহার বেড়ে ওঠা, একের পর এক জনপ্রিয় ছবি, Award-এ ভোরে থেকেছে বছর। নতুন বছরের শুরুতেই, ছুটির মেজাজে রণবীর-আলিয়া। মালদ্বীপে পারিবারিক সময় কাটাচ্ছেন তাঁরা।
Dev-Soumitrisha: দেবের পরের ছবিতে নেই 'মিঠাই', 'প্রধান' এর জুটি না ফেরায় বেজায় মনখারাপ ভক্তদের
সেখানকার একাধিক ছবি ভিডিও পোস্ট করেছেন আলিয়া রণবীর। কখনও স্ত্রীকে চুমুতে ভড়িয়েছেন রণবীর, কখনওবা আলোর নিচে সাদা স্ট্রিং ড্রেসে হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন আলিয়া। ২০২৪ সালের প্রথম সূর্যোদয়ের সাক্ষী থেকেছে রাহা, মায়ের কোলে চড়ে।
এই কটাদিন নিখাদ আনন্দে মেতেছিলেন বাবা, মা আর মেয়ে। বিভিন্ন মুহূর্তের ছবি জমিয়ে রেখেছেন তাঁদের ইনস্টাগ্রামের দেওয়ালে।