টলিপাড়ায় (Tollywood) একের পর এক সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যেই আরও দুই সিরিয়াল বন্ধের জল্পনায় সিলমোহর। ৩০০ পর্ব ছুঁতে না ছুঁতেই পথ চলা বন্ধ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'রাঙা বউ' এর (Ranga Bou)।
শ্রুতি দাস এবং গৌরব রায়চৌধুরী অভিনীত এই মেগা সিরিয়ালের শেষ সম্প্রচার আগামী ১৬ ডিসেম্বর। এই ধারাবাহিকের বদলে আগামী ১৮ ডিসেম্বর থেকে রাত সাড়ে আটটায় সম্প্রচারিত হবে শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু অভিনীত 'কোন গোপনে মন ভেসেছে'।
অন্যদিকে, ৭০০ এপিসোড পার করতে না করতেই ঝাঁপ বন্ধ হতে চলেছে স্টার জলসার 'গাঁটছড়া' (Gaatchora) ধারাবাহিকের। একসময়ের টিআরপি টপার এই ধারাবাহিকের টিআরপি এখন তলানিতে।
আরও পড়ুন - অধিবাস থেকে গায়ে-হলুদ...দর্শনা সাজবেন শুধু বেনারসিতেই, আর সৌরভ ?
ফলে গত কয়েকমাস ধরেই এই ধারাবাহিক বন্ধের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে গুঞ্জনে সিলমোহর পড়ল। ১৪ ডিসেম্বরেই শেষ হচ্ছে খড়ি-ঋদ্ধি, দ্যুতি-রাহুলদের গল্প 'গাঁটছড়া'।