৫ বছর সংসার করছেন রণবীর-দীপিকা। অথচ এত বছর পর তাঁদের বিয়ের না দেখা ভিডিও প্রকাশ্যে আনলেন করণ জোহর৷ পরিচালকের 'কফি উইথ করণ'এর অষ্টম সিজন শুরু হয়েছে ডিজনি প্লাস হটস্টারে। এর প্রথম পর্বেই অতিথি ছিলেন দীপিকা এবং রণবীর। পরিচালকের সঙ্গে তাঁদের সম্পর্ক বহুদিনের। নির্ভেজাল আড্ডায় উঠে এল একাধিক তথ্য। সেখানেই প্রথমবার রণবীর-দীপিকার বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে এল৷
Mimi Chakraborty : পান্তা ভাতে জল ঢেলে খাচ্ছেন মিমি, সঙ্গে আর কোন কোন পদ ?
২০১৮ সালে ১৪ নভেম্বর ইতালির এক পাঁচতারা হোটেলে সাত পাক ঘুরেছিলেন রণবীর দীপিকা। কড়া নিরাপত্তায়, অতিথিদের ক্যামেরা বন্ধ রেখে হয়েছিল সেই রূপকথার মতো বিয়ে। এত বছর পর 'কফি উইথ করণ' শোতে প্রকাশ্যে এল সেই রাজকীয় বিয়ের ভিডিও।