উস্তাদ রশিদ খানের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ । খবর পেয়ে ভেঙে পড়েছেন পরিচালক অরিন্দম শীল । ছুটে গিয়েছিলেন হাসপাতালেও । খুব কাছের বন্ধু ছিলেন তিনি । শুটিংয়ে কিংবা আড্ডায় একসঙ্গে হই হুল্লোড় করা, মজা করা, রশিদ খানের হাতের বিরিয়ানি...একের পর এক স্মৃতি ভিড় করে আসছে পরিচালকের মনে । হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বুজে আসছিল তাঁর গলা । অরিন্দমের কথায়, রশিদ খানের মতো এত বড় মাপের শিল্পী পৃথিবীতে আর কেউ নেই । এদিন, হাসপাতালে গিয়েছিলেন ঊষা উথ্থুপও । বলার ভাষা হারিয়েছন তিনিও ।
হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরিন্দম শীল বলেন, 'এত হুল্লোড় করেছি, বিদেশে যাওয়া, ওর বাড়িতে বসে আড্ডা দেওয়া, যখন-তখন ফোন করা...হাজারও স্মৃতি ভিড় করে আসছে আজ । অসাধারণ বিরিয়ানি বানাত । ... শেষ প্লেব্যাকটা আমার সিনেমাতেই গাইল ।... ওর মতো মাপের গায়ক সারা পৃথিবীতে আজকে আর একটাও নেই ।'
ঊষা ঊথ্থ্পের গলাও ভারী হয়ে আসছিল । তিনি কথা বলার মতো পরিস্থিতিতে ছিলেন না । তাঁর কথায়, শাস্ত্রীয় সঙ্গীত জগতের অন্যতম বিখ্যাত শিল্পী ছিলেন রশিদ খান ।