গত বছর ২০ নভেম্বর দীর্ঘ লড়াই শেষে ক্যানসারের কাছে হারতে হয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma)। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল বিনোদন জগতে। প্রায় ৮ মাস কেটে গিয়েছে ছটফটে মেয়েটা নেই। এবার হঠাৎই ফিরল অভিনেত্রীর স্মৃতি। আচমকাই সক্রিয় হয় অভিনেত্রীর ইউটিউব চ্যানেল।
Kajol: পাঠান কি সত্যিই ১১০০ কেটি টাকার ব্যবসা করেছে? বন্ধু শাহরুখের সততায় সংশয়ী কাজল
জানা যাচ্ছে, তাঁর পরিবারই ফেরাচ্ছেন তাঁকে। ঐন্দ্রিলার মা ব্যবহার করেন তাঁর ফেসবুক হ্যান্ডেলটি। রবিবার অর্থাৎ ১৬ জুলাই ‘ঐন্দ্রিলা শর্মা প্রোডাকশন’ নামের চ্যানেল থেকে ১১ বছরের ঐন্দ্রিলার প্রথম বিজ্ঞাপনের ভিডিও প্রকাশ করা হয়।