বিয়ে মিটেছে । রবিবার সৌরভ-দর্শনার বউভাত । সকালে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয়েছে ভাত-কাপড়ের অনুষ্ঠান । সেখানে লাল শাড়িতে নজর কেড়েছিলেন দর্শনা । আর বউভাতের রাতে পিঙ্ক শেডের শাড়িতে রানির মতো সাজলেন মিসেস দাস । ছিমছাম অথচ দর্শনার লুকে রয়েছে আভিজাত্যের ছোঁয়া । তাইতো, সৌরভও নিজেকে হারালেন দর্শনাতেই ।
অধিবাস থেকে শুরু করে বিয়ের সব অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দর্শনা-সৌরভ দু'জনেই । দুপুরে ভাত কাপড়ের অনুষ্ঠানের ছবিও এখন ভাইরাল । শুধুমাত্র বউভাতের রাতে নবদম্পতির একঝলকের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা । সেই অপেক্ষা মিটেছে । রাতের কিছু ছবি শেয়ার করেছেন দর্শনা । যেখানে নবদম্পতির বিভিন্ন রোম্যান্টিক মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে । এদিন রাতে পিঙ্ক শেডের বেনারসি পরেছিলেন দর্শনা । চুল খোপা করা, হাতে, কানে গলাই গয়না । একেবারে হালকা মেক-আপ । নববধূর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না । আর সৌরভ পরেছিলেন অফ হোয়াইট পাঞ্জাবি । ছবি দেখে বোঝা গেল, বউভাতের অনুষ্ঠান ঘরোয়াভাবেই সেরেছেন দু'জনে ।
১৫ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সৌরভ-দর্শনা । সেদিন তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেন ব্যাঙ্কোয়েটে বসেছিল তারকাদের হাট । নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে বিয়েতে উপস্থিত ছিলেন, রাজনীতি, ক্রীড়াজগৎ থেকে টলিউডের জনপ্রিয় ব্যক্তিত্ব ।