পুজোর মধ্যেই দর্শকদের জন্য সুখবর। ২০ বছর পর ফের চেনা ছন্দে ফিরল কলকাতার অন্যতম পুরনো ঐতিহ্যবাহী সিনেমাহল গ্লোব। রবিবার গ্লোব সিনেমার উদ্বোধনে হাজির ছিলেন টলিউড সুপার স্টার দেব ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি দর্শকরা।
২০০৪ সালে বন্ধ হয়ে গিয়েছিল লিন্ডসে স্ট্রিটের এই গ্লোব সিনেমা হল। ২০ বছর পর ফের ওই প্রেক্ষাগৃহে সিনেমা দেখানো হবে। পুজোয় গ্লোবে এবারে তিনটে বাংলা ছবি টেক্কা, শাস্ত্রী ও বহুরূপী দুটো স্ক্রিনে দেখানো হবে। রবিবার উদ্বোধনের পাশাপাশি দেব নিজের ছবি 'টেক্কা'র অ্যাডভান্স টিকিটও বিক্রি করেন।
বদলে ফেলা হয়েছে গ্লোবের খোল-নলচে। শুধু গ্লোব নয়, আগামিদিনে বন্ধ হয়ে যাওয়া ইলোরা, চিত্রা, নটরাজ প্রেক্ষাগৃহও খুলবে বলে জানিয়েছেন পরিবেশক শতদীপ সাহা। এছাড়াও মোট ১০০টি প্রেক্ষাগৃহ খুলতে চান পরিবেশক ও হলমালিক শতদীপ সাহা ও তাঁর বাবা রতন সাহা।