টলিউডে করোনা(Coronavirus) ঝড় । ক্রমশ লম্বা হচ্ছে তারকাদের আক্রান্তের তালিকা । আগেই করোনায় আক্রান্ত হয়েছেন সৃজিত(Srijit Mukherjee), দেব-রুক্মিণী(Dev-Rukmini) থেকে শুরু করে রাজ-শুভশ্রী(Raj-Subhashree), রূদ্রনীল(Rudranil Ghosh) । এবার সেই তালিকায় জুড়ল ঋদ্ধি সেন(Riddhi Sen), শ্রীলেখা মিত্র(Sreelekha Mitra) ও কৌশানী মুখোপাধ্যায়ের(Koushani Mukherjee) নাম ।
শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানান ঋদ্ধি সেন । লেখেন, 'আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে । আপাতত, কোয়ারানটিনে রয়েছি । যাঁরা গত ৭২ ঘণ্টায় আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি ।'
অন্যদিকে, মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় । সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানান, এই পরিস্থিতিতে তাঁর পরিচিতদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত । তাই তিনি করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন । রিপোর্ট পজিটিভ এসেছে । মৃদু উপসর্গ রয়েছে তাঁর ।
আরও পড়ুন, Happy Birthday Nusrat Jahan : জন্মদিনের কেকে মাতৃত্বের ছোঁয়া, নুসরতকে বিশেষ শুভেচ্ছা জানালেন যশ
করোনা আক্রান্ত অভিনেত্রী শ্রীলেখা মুখোপাধ্যায়ও । বৃহস্পতিবার রাতে কোভিড পরীক্ষা করিয়েছিলেন শ্রীলেখা । শুক্রবার সন্ধেয় রিপোর্ট পজিটিভ আসে । মাথা ব্যথা ও জ্বরের মতো উপসর্গ রয়েছে তাঁর । শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই নিজের অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী ।
একদিকে সকলে যখন করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনাচ্ছেন, তখন অন্যদিকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মীর(Mir Afsar Ali) । তিনি জানালেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আরটিপিসিআর(RT-PCR) টেস্ট করিয়েছিলেন । তবে সৌভাগ্যবশত, টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ।