নতুন বছরে 'ফাটাফাটি' (Fatafati) খবর দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) । সঙ্গে আবার আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) । ঠিকই ধরেছেন, তাঁদের বহু প্রতীক্ষিত সিনেমা 'ফাটাফাটি'-র কথাই হচ্ছে । বছরের প্রথম দিনই ঋতাভরী জানালেন তাঁদের ছবি মুক্তি পাচ্ছে মার্চে ।
ছবির নতুন পোস্টার শেয়ার করে ঋতাভরী ক্যাপশনে লেখেন,'এটা তাঁর কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং সিনেমা । গত বছর ২৫ কিলো ওজন বাড়িয়েছি । নতুন বছর 'মোটা-মুটি' না, হোক 'ফাটাফাটি' । নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, উইনডোজ প্রযোজিত, অরিত্র মুখোপাধ্যায়ের ছবি ফাটাফাটি আসছে এই মার্চে !' আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী মুখ্য চরিত্রে অভিনয় করছেন ।
আরও পড়ুন, Ankush-Oindrila Wedding: নতুন বছরের শুরুতেই চমক, বিয়ে সারলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা !
৩৬-২৪-৩৬-...নারী শরীরে সৌন্দর্যের সেই চিরকালীন সংজ্ঞা,একবিংশ শতকেও যা থেকে বেরিয়ে আসতে হাজার বাধা, হাজার প্রতিকূলতা ।পিতৃতান্ত্রিক সমাজ এখনও ঠিক করে দেয়, হাড়ের ওপর কতটুকু চর্বি জমবে, কতটা ঝেরে ফেলতে হবে । ঋতাভরীকে চেনা এই ছক ভাঙতেই দেখা যাবে সিনেমায় ।