আরও একটা সংখ্যা জুড়ল বয়সে, ৩১ শে পা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। বাংলা সিরিয়াল (Bengali serial) ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে কেরিয়ারের শুরু ,অল্প দিনের মধ্যেই নিজগুণে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান ঋতাভরী চক্রবর্তী (ritabhari Chakrabarty) । সেদিনের সেই ছটফটে ছোট্ট ললিতা আজকাল টলিপাড়ার নয়া সেনসেশন। কেরিয়ার আর লেখাপড়া সমানতালে সামলেছেন তিনি। সম্প্রতি 'ফাটাফাটি' ছবিতে ওজন বাড়িয়েছিলেন প্রায় ২৬ কেজি। সঙ্গে সঙ্গে সমাজের প্রতি কর্তব্যও তিনি পালন করেন।
তিন দিন আগে থেকেই বার্থডে মুডে অভিনেত্রী। লন্ডনে আগাম জন্মদিন উদযাপনের কেকও কেটেছেন। অন্যবার এই দিনটা তিনি কাটান তাঁর স্কুলের বিশেষ ক্ষমতা সম্পন্ন পড়ুয়াদের সঙ্গে৷ দ্য ওয়াাইন কান্ট্রি ক্যালিফোর্নিয়ার Temecula থেকে একটি রিল পোস্ট করে সম্প্রতি পারদ চড়িয়েছেন তিনি।