ছোটপর্দা থেকে অভিনয় শুরু । কেরিয়ারের শুরুতেই জনপ্রিয় ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'-র ললিতা হয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন । সেইসময় তাঁর বয়স ১৬ বা ১৭ হবে । স্কুলে পড়তেন । আর আজ সেই 'ললিতা' ৩০-এ পা দিলেন । ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) । আজ, ২৬ জুন অভিনেত্রীর জন্মদিন (Ritabhari Birthday) । আজকের দিনটা ঋতাভরীর জন্য স্পেশ্যাল । তাই বিশেষ দিনটা বিশেষ মানুষগুলোর সঙ্গেই কাটালেন । জন্মদিনের উদযাপনও করলেন তাঁদের সঙ্গে ।
অভিনয়ের পাশাপাশি ঋতাভরী যে সমাজসেবার সঙ্গে যুক্ত,সেকথা অনেকেরই জানা । বহু বছর ধরেই সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’-এর সঙ্গে যুক্ত তিনি । জন্মদিন উপলক্ষে সেখানেই গিয়েছিলেন ঋতাভরী । কচি-কাঁচাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের শুরুটা করলেন তিনি । সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন । ছবিগুলিতে দেখা যাচ্ছে, এদিন দুধে আলতা রঙের কুর্তি পরেছিলেন ঋতাভরী । বেলুন দিয়ে সাজানো ঘরে অভিনেত্রীকে ঘিরে রয়েছে কচিকাঁচার দল । তাঁদের হাত ধরেই এ দিন কেক কাটলেন অভিনেত্রী । বাকি ছবিতে, বিভিন্ন রঙিন মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে ।
আরও পড়ুন, Rukmini Maitra : গলা ব্যথা, জ্বরে ভুগছেন রুক্মিণী মৈত্র, মেঘলা দিনে কেন মন খারাপ অভিনেত্রীর ?
ছবিগুলি শেয়ার করে দীর্ঘ ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, এই স্কুলের বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা অভিনেত্রীর কাছে সন্তানসম । তাঁর কথায়, তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তাঁর সন্তানেরা । তাদের নীরব হাততালি, আলিঙ্গন এবং ভালবাসা আমার হৃদয়কে পরিপূর্ণ করে । তিনি জানিয়েছেন, জন্মদিনটা বেশ মজা করে কাটিয়েছেন তিনি । কচিকাঁচাদের সঙ্গে বিরিয়ানি, চকোলেট থেকে শুরু করে তাঁদের প্রিা খাবারগুলি খেয়েছে । ম্যাজিক শোও ছিল । একসঙ্গে খেলা করে হেসে সময়টা কাটিয়েছেন তাঁরা । এভাবেই যাতে সারাজীবন তাঁদের দেখভাল করতে পারেন,সেই আশীর্বাদও ঋতাভরী চেয়ে নিয়েছেন অনুরাগীদের কাছে ।