শুক্রবার ছিল অংশুমান প্রত্যুষের আগামী ছবি 'আপনজন' এর মহরৎ। যার ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্টলুকও। এই ছবিতে জীতু কমলের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। 'আপনজন' - ছবিতে এই দুই অভিনেতা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার।
জানা গিয়েছে, ঋতাভরী সিঙ্গেল মাদার অন্যদিকে জিতুও সিঙ্গেল ফাদার। এই দুই চরিত্রের এক হওয়ার এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসতে চলেছে আপনজন ছবিটি। চিত্রনাট্য অনুযায়ী, প্রেমে পড়বে দুই চরিত্র। তবে, সন্তানের অভিভাবকত্ব নাকি ভালোবাসা কোনটাকে বেছে নেবেন তাঁরা? সেই নিয়েই এগোবে গল্প। তাঁদের সন্তান রূপার এবং পার্থিবের চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী বিলাস এবং উদিতা।
'ফাটাফাটি' সিনেমায় অভিনয় করার জন্য অনেকটা ওজন বাড়িয়েছিলেন ঋতাভরী। এই নতুন ছবির জন্য আবার ১৭ কেজি ওজন কমিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। সূত্রের খবর, আগামী ১৫ মে থেকে লন্ডনে এই সিনেমার শুটিং শুরু হবে।