তিনি ব্রেক আপ করছেন । দীর্ঘদিনের সম্পর্কে থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন । সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে সেকথাই জানালেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) । তাহলে কি সত্যিই ডা.তথাগত চট্টোপাধ্যায় ও ঋতাভরীর (Ritabhari-Tathagata) মধ্যে সব ঠিক নেই ? তাঁদের মিষ্টি প্রেমের সম্পর্কে কি এখানেই ইতি ? না না,ব্রেক আপের খবর শুনে মন খারাপ করবেন না । কারণ এর মধ্যে রয়েছে বড়সড় টুইস্ট ।
নায়িকা ব্রেকআপ (Ritabhari Break-Up) করেছেন ঠিকই । তবে তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে নয়,স্ট্রেসের সঙ্গে!ইন্সটাতে একটি ভিডিও শেয়ার করে ঋতাভরী বলেন," আমি জানি, আমরা অনেক ধরে সম্পর্কে রয়েছি । কিন্তু, এখন সময় এসে গিয়েছে । এই টক্সিক সম্পর্কে আমার জন্য ঠিক নয় । তাই তোমার সঙ্গে ব্রেক-আপ করছি স্ট্রেস । "আসলে ভিডিওটি মজা করেই বানিয়েছেন ঋতাভরী । আসলে, স্ট্রেস অর্থাৎ নেগেটিভিটি ভুলে এবার থেকে পজিটিভ থাকতে চেয়েছেন ঋতাভরী ।
আরও পড়ুন, Noti Binodini : রামকমলের 'নটী বিনোদিনী'-তে প্রসেনজিৎ ? গুরুত্বপূর্ণ চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়
উল্লেখ্য, কোভিডের সময় দু'টি বড় অস্ত্রোপচার হয় ঋতাভরী চক্রবর্তীর । সেইসময় শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক দিক থেকেও ভেঙে পড়েছিলেন অভিনেত্রী । তবে, ধীরে ধীরে সেসব কাটিয়ে উঠেছেন ঋতাভরী । তাঁর জীবনে আসে প্রেম । ঋতাভরী মন দিয়েছেন ডা. তথাগত চট্টোপাধ্যায়কে (Tathagata Chatterjee) । তথাগত একেবারে ইন্ডাস্ট্রির বাইরের মানুষ । শহরের হাসপাতালের বিশিষ্ট মনোবিদ তিনি । ঋতাভরীর সঙ্গে প্রথম আলাপ এক ক্লিনিক উদ্বোধন । ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম । প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তথাগতই । ঋতাভরীর কথায়, মাত্র কয়েকমাসের মধ্যেই তাঁর জীবনের বিশেষ মানুষ হয়ে উঠতে পেরেছেন তথাগত । তথাগত-র কাছে তিনি সব শান্তি খুঁজে পান । খুব শীঘ্রই বিয়ে করবেন তাঁরা ।