১২ মে মুক্তি পেয়েছে, ঋতাভরী-আবীর অভিনীত সিনেমা 'ফাটাফাটি' । ছকভাঙা গল্পে আবারও বাংলাকে মুগ্ধ করেছেন ঋতাভরী । বক্স অফিসেও তার সাড়া পাওয়া যাচ্ছে । একটার পর একটা শো হাউজফুল । ছবি মুক্তির পর প্রথম তিনদিনে কত আয় হয়েছে জানেন ?
জানা গিয়েছে, বিভিন্ন সিনেমাহল, আইনক্সে বেশিরভাগ শো হাউসফুল । মুক্তির পর তিনদিনের মাথায় অর্থাৎ প্রথম সপ্তাহান্তে এই ছবিটি ৬০ লাখ টাকার ব্যবসা করেছে । এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প বলেছে এই সিনেমা । যেখানে গুরুত্ব পেয়েছে প্লাস সাইজ ।
গল্পের নায়িকা কীভাবে তাঁর স্বপ্নকে ডানা মেলতে দিয়ে প্লাস সাইজ মডেল হয়ে ওঠে, সেই গল্পই বলবে সিনেমা । এদিকে, স্ক্রিনে ঋতাভরীর সঙ্গে বেশ মানিয়েছে আবীরকে । দু'জনের বোঝাপোড়া, কেমিস্ট্রিও দর্শকদের আকর্ষণ করেছে ।