'দৃষ্টিকোণ' ছবির পর প্রায় পাঁচ বছর কেটে গিয়েছে। দীর্ঘদিন তাঁদের একসঙ্গে দেখা যায়নি। অবশেষে অপেক্ষার অবসান। ফের বড় পর্দায় ফিরছে টলিপাড়ার অন্যতম সফল ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটি। বাংলা নববর্ষের প্রথম দিনেই প্রকাশ্যে এল এই জুটির ৫০তম ছবি 'অযোগ্য'র মুক্তির তারিখ।
পয়লা বৈশাখ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হয় প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অভিনীত ছবি 'অযোগ্য' মুক্তির তারিখ। অবশেষে প্রকাশ্যে এল ছবি মুক্তির দিনক্ষণ। ভোটের ফলাফল ঘোষণার পর, আগামী ৭ জুন বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।
আরও পড়ুন - শাড়িতে অপরূপ মনামি, সন্দীপ্তা, পয়লায় কেমন সাজলেন মিমি, সোহিনী?
এই ছবির ফার্স্ট লুক আগেই সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছিল পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। ঋতুর পরনে লাল শাড়ি, মাথায় খোঁপা। আর কালো হাফ শার্ট এবং ডেনিমে পরে সামান্য দূরত্বে দাঁড়িয়ে রয়েছেন বুম্বা দা। সুরিন্দর ফিল্মস প্রযোজনায় এই ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।