টলিউডে কয়েক দশক কাটিয়ে দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এখনও হাতে তাঁর পর পর কাজ। এই বয়সেও তাঁর জেলার বিন্দুমাত্র কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত সক্রিয় ঋতু। নিত্যনতুন ট্রেন্ডেও গা ভাসতে দেখা যায় তাঁকে। সম্প্রতি বার্বি লুকে ধরা দিয়েছিলেন ঋতুপর্ণা। বিকিনিতেও নজর কেড়েছিলেন তিনি।
Saswata Chatterjee Dialouge: ‘ম বলি না ক বলি’ অনিমেষের মুখের একাধিক সংলাপ যেন আগুন, দেখুন এক ঝলকে
সদ্য পুরোনো একটি গানের তালে নানা অঙ্গভঙ্গি করে রিল শেয়ার করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সাদা কালো রিলে তাঁর দিক থেকে চোখ ফেরানো দায়। খোঁপায় ফুল, নাকে নথ, ভারী গয়নায় ঋতুর অনবদ্য সাজ দেখে নিন।