বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের গল্প অবলম্বনে তৈরি 'একটু সরে বসুন', মুক্তি পেতে চলেছে এই নভেম্বরেই। পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। সংস্কৃতে গ্র্যাজুয়েট গুড্ডু ওরফে গুরুপদ দত্তগুপ্ত। কমলেশ্বরের, এই সোশ্যাল কমেডিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। সেই হল 'নতুন ভাই'। প্রকাশ্যে এল ছবির টিজার।
Matthew Perry Dies : ৫৪-তেই থেমে গেল চ্যান্ডলার-এর হাসি, প্রয়াত অভিনেতা ম্যাথু পেরি
গুড্ডুর জীবনে না আছে চাকরি না আছে কোনও লক্ষ্য। অথচ সেই হয়ে উঠবে সিনেমার হিরো। ছবিতে স্টার কাস্টের ছড়াছড়ি। ছবিতে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, মানসী সিনহা, পাওলি দাম, ইশা সাহা, পায়েল সরকার-সহ তাবড়-তাবড় সব অভিনেতারা।