প্রেমেরও (Valentines Day) জোয়ারে, ভাসাবে দোঁহারে...আজ তো প্রেমের জোয়ারেই গা ভাসানোর দিন । রোম্যান্টিক (Romantic) ডেট হোক কিংবা গঙ্গার ধারে একে অপরের কাঁধে মাথা রেখে সময় কাটানো,সারপ্রাইজ গিফট...ভালবাসার রঙে আরও রঙিন হচ্ছে লক্ষ লক্ষ হৃদয় । তবে, একটা বিষয় খেয়াল করে দেখেছেন, প্রত্যেকের জীবনেই ভালবাসা কিংবা রোম্যান্স সবেতেই কম বেশি প্রভাব থাকে সিনেমার । বাংলায় এমন অনেক সিনেমা আছে, যা বারবার প্রেমে পড়তে বাধ্য করেছে । সে উত্তম যুগ হোক বা পরবর্তী সময়ে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee),জিৎ (Jeet), দেবদের (Dev) সিনেমা হোক... ভালবাসার ঝড় তুলে দিয়েছে লক্ষ লক্ষ হৃদয়ে । ভ্যালেন্টাইন্স ডে-তে এমন কয়েকটি বাংলা সিনেমার (Bengali Movie খোঁজ রইল...
বাংলা সিনেমায় প্রেম, রোম্যান্স মানেই প্রথমে আসে উত্তম কুমারের (Uttam Kumar) নাম । ঠোঁটের কোণে হালকা হাসি, লাজুক চাউনি, তাঁর মতো রোম্যান্টিক অভিনেতা বোধহয় খুবই কম । আর প্রেমদিবসে উত্তম কুমারের যে সিনেমার কথা সবথেকে বেশি মাথায় আসে, তা হল সপ্তপদী । সেইসময় উত্তম-সুচিত্রার জুটি ভালবাসার রং ছড়িয়ে দিয়েছিল । কিংবা উত্তম-তনুজার 'দেয়া নেয়া'...এসব সিনেমা এভারগ্রিন ।
আরও পড়ুন, Valentine’s Day Movies: রোজ থেকে সিমরান, রাজ থেকে জ্যাক ফিরে আসছেন প্রেম দিবসে
উত্তম পরবর্তী যুগে প্রসেনজিৎ, জিৎ, দেব,সোহম, অঙ্কুশদের রাজ বাংলা সিনেমায় । বহু ভাল ভাল প্রেমের ছবি তৈরি হয়েছে । ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীকে নিয়ে প্রেমের ছবি দেখতে চাইলে,তালিকায় রাখতে পারেন প্রসেনজিতের 'অমর সঙ্গী', জিতের প্রথম ছবি ‘সঙ্গী’ কিংবা দেব-শ্রাবন্তীর 'শুধু তোমারই জন্য'। আর প্রেমে যদি একটু মোচড় বা বিরহ না থাকে, তাহলে কি তা জমে ? সোহম-পায়েলের ‘প্রেম আমার’ সেরকমই একটি সিনেমা, যা বারবার দেখতে ইচ্ছে করে । আর ২০২৩-এর যুগে দাঁড়িয়ে প্রেমের অন্যরকম ছবি উপহার দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায় । ‘X=প্রেম’দেখলে হয়তো নিজের জীবনের সঙ্গেও মিল পেতে পারেন ।