বদল হল চরিত্র। ১০০ এপিসোড পার করার আগেই ধারাবাহিক 'মেয়েবেলা' থেকে সরে দাঁড়ালেন পোস্টার গার্ল রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর বদলে এই ধারাবাহিকে অভিনয় করছেন বাংলা টেলিভিশনের অতিপরিচিত মুখ অনুশ্রী দাসকে।
গত কয়েকটি এপিসোডে রূপা গঙ্গোপাধ্যায়কে দেখা যায়নি। এমনকি মেয়েবেলা ধারাবাহিকের নতুন প্রোমোর কভার পিকচারেও দেখা যায়নি অভিনেত্রীকে। তখন থেকেই জল্পনা চলছিল। অনেলেই মনে করছিলেন, আর দেখা যাবে না রূপা গঙ্গোপাধ্যায়কে। সেই আশঙ্কাই সত্যি হল। বৃহস্পতিবারের এপিসোডে সামনে এলেন নতুন বিথীকা মিত্র অর্থাৎ অনুশ্রী।
রাজনীতির কারণে দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। মেয়েবেলা ধারাবাহিকের মাধ্যমেই কামব্যাক করেছিলেন তিনি। আচমকা কেন সরলেন তিনি তা নিয়ে প্রশ্ন উঠেছে সকলের মনে। অভিনেত্রী কিছু না জানালেও টেলিপাড়ায় জোর গুঞ্জন চিত্রনাট্যে যেভাবে বিথী চরিত্রকে তুলে ধরা হচ্ছিল তাতে সন্তুষ্ট ছিলেন না অভিনেত্রী।