চলতি বছরের জানুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েছিলেন রুশা চট্টোপাধ্যায়। ১৩ বছরের অভিনয় জীবনে ইতি টেনে আমেরিকায় সংসার পেতেছিলেন অভিনেত্রী। বিয়ের পর বিদেশ বিভূঁইয়ে ভাল নেই রুশা, এমন খবর ছড়িয়েছিল। নায়িকার স্বামীর বাহ্যিক গঠন নিয়েও শুরু হয়েছিল আলোচনা। বিদেশ থেকে রুশার শেয়ার করা প্রথম পোস্ট দেখে অনুরাগীরা ধরেই নিয়েছিলেন ১৩ বছরের অভিনয় জীবনে ইতি টেনে ভাল নেই রুশা।
বিয়ের ৯ মাস পর অবশেষে কলকাতা ফিরলেন রুশা চট্টোপাধ্যায়। দোহা কলকাতার ফ্লাইটে রুশার সঙ্গে ফ্রেমবন্দি হন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় , এবং ময়না মুখোপাধ্যায়। স্বভাবতই প্রশ্ন উঠছিল, তবে কি নতুন কোনও সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে। এই বিষয়ে রুশা জানান , তিনি খুব ভাল ভাবেই নিজের পেশাকে ছেড়েছেন। আর এখন তাঁর নতুন জীবন নিয়েও খুশি তিনি।
Roktobeej-Box Office: বাংলার বাইরেও জয়জয়াকার! পুজোয় সবচেয়ে বড় ব্লকব্লাস্টার 'রক্তবীজ'
আসলে সম্প্রতি সপরিবারে বিদেশে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। ফেরার পথেই দেখা হয়ে যায় রুশার সঙ্গে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন সম্রাট।