এতদিন কোনও উচ্চবাচ্য নেই, অথচ সোমবার সকাল থেকেই টলিপাড়ায় রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। টলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলার পরম বসছে বিয়ের পিঁড়িতে। পাত্রী পিয়া চক্রবর্তী, তিনি আবার অনুপমের প্রাক্তন স্ত্রী।
বন্ধু পরমের বিয়ের কথা শুনে শুভেচ্ছা জানালেন, রুদ্রনীল। তাঁর কথায় প্রতিটি মানুষের বিয়ে করার একটা নির্দিষ্ট নিজস্ব সময় থাকে, পরম ও তাই করেছে। পরম যাকেই বিয়ে করুন না কেন, বন্ধু যেন ভাল থাকে। বন্ধু হিসেবে রুদ্রর চাওয়া এটুকুই। কাজ নিয়ে ব্যস্ত থাকায় বন্ধুর সঙ্গে এখনও যোগাযোগ করে উঠতে পারেননি। কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন রুদ্র।
Piya Chakraborty : অনুপমের প্রাক্তন পরমের প্রথম স্ত্রী, কে এই পিয়া চক্রবর্তী?
জানা যাচ্ছে , পরম পিয়ার ক্লোজ ডোর বিয়েতে পরিবার এবং ঘনিষ্ঠ কিছু বন্ধুকেই আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। টলিউডের বিশেষ কেউই তাঁদের নিমন্ত্রিতদের তালিকায় নেই বলেই জানা গিয়েছে।