আজ ৩১ বছরে পা দিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। গত কয়েক বছরে একের পর এক ছবিতে টলিউডের এই অভিনেত্রী মন জিতে নিয়েছেন দর্শকদের। আসছে পরপর তাঁর দুটি ছবি ‘দুর্গ রহস্য’ এবং ‘নটি বিনোদিনী’।
দেব এই মুহূর্তে ব্যস্ত বাঘাযতীনের শ্যুটিংএ। দেব রুক্মিণীর প্রোফাইলে চোখ রাখলেই আরও একজনকে দেখা যায়, তিনি রুক্মিণীর ভাইঝি ওরফে দেবের স্পা আন্টি। ভাইঝিকে নিয়েই জন্মদিন কাটালেন টলিউডের ‘বিনোদিনী’ ।
তবে দেবকে দেখা গেল না প্রেমিকার জন্মদিনের সেলিব্রেশনে। অনুরাগীদের প্রশ্ন, ‘সত্যবতীর জন্মদিনে ব্যোমকেশ গায়েব কেন!’ সদ্য দেব ভেঞ্চার্স পূরণ করেছে ৬ বছর। ‘দূর্গ রহস্য’ ছবিতে দেব ‘ব্যোমকেশে’র বিপরীতে সত্যবতীর চরিত্রে দেখা যাবে তাঁকে