সোশ্যাল মিডিয়ায় দেবকে বিয়ের এক মাসের পূর্তির শুভেচ্ছা জানালেন রুক্মিণী মৈত্র । একইসঙ্গে বিয়ের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । শুনে অবাক হচ্ছেন ? ভাবছেন তো কবে বিয়ে করলেন দেব-রুক্মিণী ? তাহলে কি চুপিসারে একমাস আগেই বিয়ে করেছেন দুজনে ? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক ।
আসলে এই শুভেচ্ছা রুক্মিণীর দেবকে নয়, রোহিণী জানিয়েছে তাঁর টিনটিনকে । 'কিশমিশ' ছবির একমাস পূর্ণ হয়েছে রবিবার । তারই শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিণী । সেইসঙ্গে, সিনেমার একটি দৃশ্য ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি । সেখানে, সিঁথি ভরা সিঁদুর, বিয়ের সাজে দেখা গেল রুক্মিণী ওরফে রোহিণীকে । অন্যদিকে, বরবেশে দেব ওরফে টিনটিন । অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি ওয়ান মান্থ অ্যানিভার্সারি ল্যাদেশ্বর ।' সেইসঙ্গে একমাস ধরে এই ছবিকে ভালবাসার জন্য দর্শকদের ধন্যবাদ জানালেন অভিনেত্রী ।
এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্স উপচে পড়ছে । অনুরাগীরা জানিয়েছেন, রিল লাইফ নয়, রিয়েল লাইফেই রুক্মিণী ও দেবকে এভাবে দেখতে চান তাঁরা ।
একমাস পরেও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে 'কিশমিশ'। দেব-রুক্মণী জুটির এই ছবি মন ছুঁয়েছে দর্শকের। রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে কৃশানু ওরফে টিনটিনের ভূমিকায় অভিনয় করেছেন দেব। তাঁর বিপরীতে রোহিনীর চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র। এছাড়াও ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মাল্য।