এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম ব্যস্ততম অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তাঁর হাতে এখন কাজের অভাব নেই। ‘নটী বিনোদিনী’র শুটিং শেষ , ব্যোমকেশ ও মুক্তির অপেক্ষায়। কদিন আগেই সৃজিতের পরিচালনায় দেবের সঙ্গে নতুন ছবির ঘোষণা করেছেন। এবার তাঁকে দেখা গেল টলিউডের আর এক সুপারস্টারের সঙ্গে। জিৎ-এর সঙ্গে বুমেরাং ছবির শুভ মহরত থেকে ছবি শেয়ার করলেন রুক্মিণী।
Ganadevta Webseries: তারাশঙ্করের 'গণদেবতা' এবার ওয়েব সিরিজে, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়
জানা যাচ্ছে, এই ছবিতে দেখা যাবে টলিউডের আর এক মিষ্টি অভিনেত্রী দেবচন্দ্রিমাকে। জিতের প্রযোজনায় ছবির পরিচালক সৌভিক কুণ্ডু।