টলিউডে ফের বিয়ের সানাই । এবার সুখবর শোনালেন টলি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র । দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন । গত বছরই পাহাড়ে গিয়ে বাগদান সেরেছিলেন ছয় বছরের ছোট প্রেমিকের সঙ্গে । এবার সেই সম্পর্ককে আইনি স্বীকৃতি দিতে চান রূপাঞ্জনা । চলতি বছরেই পরিচালক-অভিনেতা রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাক ঘুরবেন । রূপাঞ্জনা আনন্দবাজারকে জানিয়েছেন, ছেলে রিয়ানের কথা ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ।
রূপাঞ্জনা আনন্দবাজারকে জানিয়েছেন, রাতুলের সঙ্গে তাঁর সম্পর্কটা অনেকটাই পরিণত । তাই নষ্ট করতে চান না । তিনি আরও জানান, সব সিদ্ধান্ত ছেলের মত নেন রূপাঞ্জনা । ছেলের সঙ্গে রাতুলের সম্পর্ক কেমন ? অনুরাগের ছোঁয়া-র লাবণ্য জানিয়েছেন, তাঁরা তিনজনের খুব ভাল বন্ধু । পরস্পরকে ‘চ্যাম্প’ বলে ডাকেন রাতুল ও রিয়ান। লাবণ্য-র কথায়, ' ‘আমরা আমাদের অতীত ভুলে গিয়েছি, তা বলে নতুন করে জীবন শুরু করতে পারব না— তেমন তো কোনও কথা নেই।'
রেজাউল হকের সঙ্গে ২০০৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন রূপাঞ্জনা । ২০১৭ সালে আইনি বিচ্ছেদ হয় দুজনের। একা হাতেই ছেলেকে মানুষ করেছেন অভিনেত্রী । যখন ছেলের বয়স ছিল ৪, সেইসময় রাতুলের সঙ্গে সম্পর্কে জড়ান রূপাঞ্জনা । সিরিয়ালের ফ্লোরেই আলাপ দু'জনের । গত বছর ছেলে রিয়ানের সামনেই একে অপরকে আংটি পরিয়ে দেন রাতুল-রূপাঞ্জনা ।