'কেকে, কেকে, হু ইজ কে'! কীসের এত উত্তেজনা ! আমরা ওঁর থেকে অনেক ভাল গান করি ।' কেকে-এর মৃত্যুর (KK death) ঠিক কয়েক ঘণ্টা আগেই তাঁকে নিয়ে এমনই মন্তব্য করেছিলেন রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi) । রূপঙ্করের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে । সেইসময় থেকে রূপঙ্করের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল নেটাগরিকরা (Rupankar Bagchi gets trolled) । তবে কেকে-র আচমকা মৃত্যু যেন আগুনে ঘি পরার মতো । আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন নেটিজেনরা । একের পর এক তীব্র কটাক্ষের শিকার হন রূপঙ্কর ।
রূপঙ্করের ফেসবুকে চোখ রাখলেই বোঝা যাবে কী পরিমাণে ট্রোলড হয়েছেন গায়ক । একজন শিল্পী হয়ে আর একজন শিল্পীর সম্মান করতে না পারার মানসিকতা নিয়ে ধিক্কার জানিয়েছেন অনেকে । কেউ বলেছেন, তিনি হিংসা করেন । নেটিজেনদের একজন লেখেন, 'এতদিন ভাবতাম আপনি মানুষ, ভুল ভাবতাম ।' একজন লেখেন, "আপনাদের মতো সো কলড 'ভাল গায়ক'রা উচ্চাকাঙ্খা আর ঔদ্ধত্যেই শেষ হয়ে যান ।" অনেকেই লেখেন, রূপঙ্কর মানসিকভাবে অসুস্থ, ওঁনার দ্রুত আরোগ্য কামনা করি ।
আরও পড়ুন, KK passes away: হোটেলে ফেরার পথে শীত করছিল কেকে-র, শিল্পীর দেহ নিতে কলকাতায় আসছেন স্ত্রী-পুত্র
এদিন ইউটিউবার স্যান্ডি সাহা ফেসবুক পোস্টে রূপঙ্করকে কটাক্ষ করে লেখেন, 'রূপঙ্কর বাগচি 'আর কাউকে অভিশাপ দেবেন না প্লিজ', তরুণ সংগীত শিল্পী তন্ময় সাধক লেখেন, ‘আপনার ১০০% জেল হওয়া উচিত’।
ঠিক কী বলেছিলেন রূপঙ্কর ?
ফেসবুক লাইভে রূপঙ্কর বলেন, "কেকে দারুণ গায়ক । কিন্তু ওঁর ভিডিও দেখে আমি অনুভব করলাম, আমাদের কলকাতায় কেকে-র লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন অর্থাৎ ন্যাশনাল লেভেলে কেকে-র যে জায়গা সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন, সেই পজিশনে যে সমস্ত গায়ক গায়িকা আমাদের কলকাতায় রয়েছেন যেমন আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম তাঁরা সবাই কেকে-র থেকে ভাল গাই ।" দর্শকদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, "আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন ? কে এই কেকে? আমরা যেকোনও কেকে-র থেকে বেটার । '
মঙ্গলবার সন্ধ্যের নজরুল মঞ্চের জমাটি অনুষ্ঠান শেষে হোটেলে ফেরেন সঙ্গীতশিল্পী কেকে (KK)। অসুস্থ বোধ করায় হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাঁকে । কিন্তু রাস্তাতেই সব শেষ । মাত্র ৫৪ বছর বয়সে কলকাতার কনসার্টেই জীবনের শেষ গান গেয়ে বিদায় নিলেন শিল্পী ।