কাঁটাতার দুটো দেশকে আলাদা করে দিয়েছে ঠিকই , কিন্তু গায়ক রূপঙ্করের কাছে এপার ওপার বাংলার কোনও তফাৎ নেই। বাংলা ভাষা নিয়ে বরাবরই বড্ড আবেগপ্রবণ তিনি। ইতিমধ্যেই একাধিক কাজ করেছেন তিনি বাংলাদেশের প্রযোজনা সংস্থার সঙ্গে। ‘কেকে’র মৃত্যুর রূপঙ্করের করা একটি মন্তব্য নিয়ে বেশ বিতর্ক তৈরী হয়েছিল। কিন্তু এখন সেসব কাটিয়ে উঠেছেন গায়ক। এখন তাঁর হাতে ভরা কাজ। সত্যজিৎ রায়কে ডেডিকেট করে একটি গান মুক্তি পাবে ২ মে, এরপর রবীন্দ্রসঙ্গীত। এছাড়া সৃজিতের ‘অতি উত্তম’ ছবিতেও গান গেয়েছেন রূপঙ্কর, এছাড়া অঞ্জন দত্তের পরিচালনায় অভিনয়ও করেছেন রূপঙ্কর।
গায়ক রূপঙ্কর বাগচীর গান একসময় দাপিয়ে বেড়াতো বাঙালির ড্রয়িংরুমে। ‘ও চাঁদ’, থেকে ‘বৌদিমনি’ কিংবা ‘চুপি চুপি রাত ‘ তাঁর গলায় অন্যমাত্রা পেয়েছে বাংলা গান। এখন বলিউডেও চুটিয়ে প্লেব্যাক করছেন গায়ক।