আবার অনীক দত্তের(Anik Dutta) সিনেমা এবং আবার সেই নন্দন(Nandan)। 'ভবিষ্যতের ভূত'- এর পর আবার 'অপরাজিত' নিয়েও এক সমস্যার সম্মুখীন হলেন পরিচালক অনীক দত্ত। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই সিনেমায় রয়েছেন শাসকদলের(TMC) যুবনেত্রী সায়নী ঘোষ(Saayoni Ghosh)। তারপরেও এই সিনেমা সরকারি হল না পাওয়ায় কিছুটা অবাক হয়েছেন সিনেমাপ্রেমীরা। তবে এ বিষয়ে এক সংবাদমাধ্যমে কৌশলী উত্তর দেন সায়নী।
টলিউডের বেশকিছু অভিনেতা-অভিনেত্রী থেকে পরিচালক-প্রযোজক এই বিষয়ে সায়নীর বক্তব্য জানতে চান। শুরু হয় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ। তবে এই বিষয়ে সায়নীর(Saayoni Ghosh) স্পষ্ট জবাব, "ছবিটা অনীক দত্তের ছবি হিসেবে নয়, সত্যজিৎ রায়ের(Satyajit Ray) ছবি হিসেবে দেখছি। সেই পরিচালক, যিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে নিয়ে গিয়েছিলেন। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে ছবিটি বানানো। সেই ছবি নন্দনে(Nandan) জায়গা পেল না। এটা আমায় সবচেয়ে বেশি আঘাত দিচ্ছে। আমি এবারেও অনীকদার পাশেই।"
পাশাপাশি তাঁর আরও দাবি, অনীক দত্তের মতো বড় পরিচালকের ছবি নন্দনে(Nandan) জায়গা না পেলে ছোট পরিচালকরা তো ভয়ে আরও পিছিয়ে যাবেন। আর কেউ সত্যজিতের ওপর ছবিই বানাতে চাইবেন না। এটা মস্ত বড় ভুল পদক্ষেপ।