ফেসবুক থেকে ঐন্দ্রিলা (Aindrila Sharma)সংক্রান্ত সব পোস্ট ডিলিট সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Choudhury)। শুক্রবার রাতে দীর্ঘ ফেসবুক পোস্ট করেন তিনি। এর মাধ্যমেই তিনি জানান, অভিনেত্রীর হাত নড়েছে। ছন্দে ফিরছেন জিয়ন কাঠি খ্যাত অভিনেত্রী। কিন্তু শনিবার সন্ধেতেই ফের অঘটন। দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার। এই খবর প্রকাশ্যে আসার পরই সব পোস্ট ডিলিট করেন সব্যসাচী। কেন পোস্ট ডিলিট করলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
শনিবার সন্ধ্যায় ফের কি অভিনেত্রীর স্বাস্থ্যের অবনতি ঘটেছে। সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। যদিও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে কোনও স্বাস্থ্য়ের অবনতি ঘটেনি ঐন্দ্রিলার। ফের হৃদরোগে আক্রান্ত হলেও তাঁকে রিভাইভ করা গিয়েছে। চিকিৎসক মহলের দাবি, আগামী ৭২ ঘণ্টা অভিনেত্রীর জন্য গুরুত্বপূর্ণ।
শনিবার সকালেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, ঐন্দ্রিলার অবস্থা সংকটজনক। ১০০ শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী। তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ইনোট্রোপেস দেওয়া হয়েছে। তাঁর শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ৫। যা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে থাকে ১৫। চেষ্টার ত্রুটি রাখছেন না ঐন্দ্রিলার পরিবার।
আরও পড়ুন: ফের হার্ট অ্যাটাক, 'অতি সংকটজনক' ঐন্দ্রিলা, অভিনেত্রীকে দেখতে হাসপাতালে মদন মিত্র
গত ৪ নভেম্বর ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবর ছড়ায়। এরপরই ফেসবুকে পোস্ট করেন সব্যসাচী চৌধুরী। তিনি লেখেন, "ঐন্দ্রিলার বিষয় অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন।"