ফেলুদাপ্রেমীদের জন্য সুখবর ! সন্দীপ রায়ের পরবর্তী 'ফেলুদা' প্রোজেক্ট থমকে যাচ্ছে না । শোনা যাচ্ছে, নতুন প্রযোজনা সংস্থা পাওয়া গিয়েছে । জুন মাসের ১০ তারিখ থেকেই ছবির শুটিং শুরু হবে বলে খবর ।
প্রথমে এসভিএফ-এর প্রযোজনায় হত্যাপুরীর রহস্যের কিনারা করার কথা ছিল সন্দীপ রায়ের । কিন্তু,শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (SVF) সঙ্গে মতের অমিল হয় সন্দীপ রায়ের । তারপরই থমকে যায় সত্যজিৎ পুত্রের পরবর্তী ফেলুদা প্রোজেক্ট । শোনা যাচ্ছিল, এইবছর ডিসেম্বরে সন্দীপ রায়ের (Sandip Ray) হাত ধরে ফেলুদার (Feluda) ফিরে আসা হচ্ছে না বড় পর্দায় । তবে এখন জানা যাচ্ছে, সমস্যা মিটেছে । নতুন প্রযোজনা সংস্থা কলকাতার শ্যাডো ফিল্মস এবং ফ্লোরিডার ঘোষাল মিডিয়ার সঙ্গে হাত মিলিয়েছেন সন্দীপ রায় । ঘোষাল মিডিয়ার কর্ণধার অঞ্জন ঘোষাল পরিচালকের পারিবারিক বন্ধু বলে খবর । সেক্ষেত্রে, নির্দিষ্ট সময়ের মধ্যেই বড়পর্দায় মুক্তি পেতে পারে 'হত্যাপুরী' ।
শোনা যাচ্ছে, হত্যাপুরীতে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indranil Sengupta) ফেলুদা হিসেবে কাস্ট করেছেন সন্দীপ রায় (Sandip Ray)। জটায়ু হিসেবে উঠে এসেছে পরিচালক-অভিনেতা অভিজিৎ গুহর (Abhijit Guha) নাম । অন্যদিকে SVF-এর হইচইতে (Hoichoi) আগামী মাসেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা সিরিজ । তাতে ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরী, জটায়ু অনির্বাণ চক্রবর্তী।