সত্যজিৎ রায়ের অমোঘ সৃষ্টি নিয়ে বাংলার একাধিক পরিচালক কাজ করেছেন। সম্প্রতি সত্যজিৎ রায়ের ‘নয়ন রহস্য'অবলম্বনে ছবি তৈরিতে হাত দিয়েছিলেন সন্দীপ রায়। গত সপ্তাহেই গোটা টিম নিয়ে চেন্নাই উড়ে গিয়েছিলেন পরিচালক। এরপর থেকেই শরীরটা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে সুন্দীপ বাবুর। প্রথমে কাশি , তারপর জ্বর সর্দি। ভাইরাল ফিভারে আক্রান্ত হন সত্যজিৎ পুত্র। এর জেরে গোটা টিমকেই কলকাতা ফিরে আসতে হয় তড়িঘড়ি।
Women's Reservation Bill : মহিলা সংরক্ষণ বিলের ভূয়সী প্রশংসা শেহনাজ, ভূমিদের মুখে
তবে স্বস্তি এই, নয়ন রহস্যের সিংহভাগ শ্যুটিং হয়েই গিয়েছে। আর সামান্য কিছু কাজ বাকি। তার জন্য আরও একবার চেন্নাই যেতে হবে ছবির কলাকুশলীদের। এই ছবিতে ফেলুদা হবে ইন্দ্রনীল সেনগুপ্ত।