দু'বছর চুটিয়ে প্রেম,ভালবাসা । অবশেষে সেই প্রেম পরিণতি পাচ্ছে আজ । নতুন জীবন করতে চলেছেন সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায় । প্রাক বিবাহ অনুষ্ঠানের পর্ব সারা । এখন শুধু মিস থেকে মিসেস হওয়ার অপেক্ষা । বৈদিক মতে, দু'জনের চার হাত এক হবে । তবে, সন্দীপ্তা-সৌম্যর রিসেপশন কবে জানেন ? জানা গিয়েছে, বিয়ের দিনই রিসেপশন থ্রো করছেন তারকা জুটি ।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ্তা জানান, বৈদিক মতে তাঁদের বিয়ে হচ্ছে । বিয়েটা দিচ্ছেন নন্দিনী ভৌমিক । তাই, সিঁদুর দান, কন্যাদান, কনকাঞ্জলি হবে না । ১ ঘণ্টার বিয়ে । তারপর ওইদিনই রিসেপশন । তাই একটাই অনুষ্ঠান হচ্ছে । এছাড়া, দু'জনেই খুব ব্যস্ত । বিয়ের পরেই 'বোধন ২'-এর প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন সন্দীপ্তা । তাই, একদিনেই সব অনুষ্ঠান সেরে ফেলছেন দু'জনে । ব্যস্ততার জন্য হানিমুনের পরিকল্পনাও করেননি তাঁরা ।