ডিসেম্বরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েছেন টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। তবে, মারাত্মক কাজের চাপের জেরে স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে হানিমুনও যেতে পারেননি অভিনেত্রী। কিন্তু হানিমুনে না গেলেও শীতের আমেজ গায়ে মেখে তিলোত্তমার আনাচে-কানাচেই একান্তই সময় কাটাচ্ছেন এই নবদম্পতি।
সম্প্রতি শহরের এক বিলাসবহুল হোটেলে 'ডিনার ডেটে' গিয়েছিলেন সন্দীপ্তা ও সৌম্য। ক্রিসমাস ইভের আগে তাঁদের ডেট নাইটের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। হাসিমুখে স্বামীর সঙ্গে ছবি তুলেছেন তিনি। নিজেদের ছবির সঙ্গে পোস্ট করেছেন ডিনার ডেটের স্পেশাল ডিস লবস্টারের ছবিও।