তাঁর পায়ের তলায় কার্যত সর্ষে। সময় পেলেই এদিক সেদিক একাই উড়ে যান অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen), কিন্তু এবার তিনি দেশ ছেড়েছেন একা নয় ‘দোকা’। জানেন সেই সঙ্গীটি কে? তিনি সন্দীপ্তার স্পেশাল ফটোগ্রাফার সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। তবে শুধুই কি স্পেশাল ফটোগ্রাফার নাকি স্পেশাল মানুষও? এই প্রশ্ন কিন্তু উঠছেই।
Jeetu-Nabanita: জীতুর সঙ্গে অঞ্জলি দিতেন, সিঁদুর খেলতেন, কিন্তু এবছরটা অন্যরকম, পুজোর আগে মনখারাপ নবনীতার
সন্দীপ্তার মনের মানুষ সৌম্য মুখোপাধ্যায় । ফিল্ম ইন্ডাস্ট্রিরই মানুষ, তবে অভিনয়ের সঙ্গে যুক্ত নন। সৌম্য একটি জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং হেড। সৌম্যর সঙ্গে আপাতত জমিয়ে ঘুরছেন অভিনেত্রী। প্রেমটাও কি করছেন? তা তো সময় বলবে।