তিনি টলিপাড়ার অন্যতম ব্যস্ততম অভিনেত্রী, বিয়ে সেরেছেন সদ্য কিন্তু হানিমুনে যাওয়ার ফুরসৎ আর পাননি। বিয়ে মিটতেই মন দিতে হয়েছে শ্যুটিং-এ। কথা হচ্ছে সন্দীপ্তা সেনকে নিয়ে। এবার সামনে এল তাঁর আসন্ন ছবি ‘আপিস’ এর অফিসিয়াল পোস্টার।
Richa Chaddha Pregnant: রিচা চড্ডা-আলি ফজলের রূপকথায় আসছে থার্ড পার্সন! খুশির খবর
সাহিত্যিক বাণী বসুর কাহিনি অবলম্বনে অভিজিৎ গুহ আর সুদেষ্ণা রায় পরিচালনায় আসছে এই ছবি। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। দুই নারীর জীবনের গল্পই ফুটে উঠবে পর্দায়। বোধনের পর এটি সন্দীপ্তার আরেকটি ফিচার ছবি। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। জানুয়ারিতেই শেষ হয়েছে ছবির শ্যুটিং।