আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। ডিসেম্বরের ৭ তারিখেই চার হাত এক হতে চলেছে সন্দীপ্তা এবং সৌম্যর। মিস থেকে মিসেস হওয়ার অপেক্ষায় এখন দিন গুনছেন হবু কনে । আজকাল বিয়ের আগে, প্রিওয়েডিং ফটোশ্যুটের বেজায় চল হয়েছে। নানা থিমে বিয়ের আগের মিষ্টি কিছু মুহূর্ত ‘ফ্রেম বন্দি’ করে রাখেন হবু বর কনে।
Gold And Silver Price: সপ্তাহান্তে লাগামছাড়া সোনা-রুপোর দাম , জেনে নিন আজকের দর
বিয়ের আগে নিজেদের কিছু মিষ্টি মুহূর্তও ধরে রাখলেন সৌম্য-সন্দীপ্তা। ‘আজ ঠোঁটের কোলাজ’ গানে যুগলের মিষ্টি ভিডিও মুহূর্তে হয়েছে ভাইরাল। এর আগেও বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন সন্দীপ্তা ফটোশ্যুটের। লিখেছিলেন এখন তাঁর অপেক্ষা কেবলই ৭ ডিসেম্বরের জন্য।